২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। দু’দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক ও ২০২৫ এশিয়া কাপে তিন দফা তীব্র লড়াইয়ের পর এটি হবে তাদের প্রথম মুখোমুখি হওয়া। ম্যাচটি শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যেকোনো বড় টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের একই গ্রুপে থাকা প্রায় নিয়মে পরিণত হয়েছে। এবারের বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া স্থান পেয়েছে। যদিও আইসিসি এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেনি, তবু আংশিক সূচি প্রকাশের পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। পাকিস্তান দল তাদের সব ম্যাচই খেলবে কলম্বো বা ক্যান্ডিতে। অন্যদিকে স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে দলটি। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে ভারত।

২০২৪ সালের মতোই এবারের টুর্নামেন্টের ফরম্যাট অপরিবর্তিত থাকছে। মোট ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে চারটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে। সুপার এইট পর্বে দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল। দুই গ্রুপের শীর্ষ দু’দল যাবে সেমিফাইনালে এবং শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে ফাইনাল। বৈশ্বিক এই প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বিশেষ আকর্ষণ তৈরি করে, আর আসন্ন আসরও এর ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ