ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইইউর
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে, ইইউ নেতারা রাশিয়ার আগ্রাসনে শুরু হওয়া সংঘাতের অবসান টানতে শান্তি আলোচনায় যে ‘নতুন গতি’ এসেছে, সেটিকেও স্বাগত জানিয়েছেন।
সোমবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিউ কোস্তা অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডাতে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেন নিয়ে ইইউ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন।
কোস্তা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা—কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।“
তিনি বিশেষভাবে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, গত মাসেই ইইউ নেতারা ইউক্রেনের আগামী দুই বছরের আর্থিক চাহিদা পূরণের বিষয়ে সম্মত হয়েছেন। কোস্তা নিশ্চিত করেন “আমরা প্রতিশ্রুতি দিয়েছি-- এবং ডিসেম্বরের ইউরোপীয় কাউন্সিলে আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করবো।“
অন্যদিকে, ইউরোপীয় কমিশন ইউরোপে জমাট অবস্থায় থাকা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ‘ক্ষতিপূরণ ঋণ’ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে।
তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে থাকা বিপুল পরিমাণ রুশ সম্পদের অধিকারী বেলজিয়াম জোর দিয়ে বলেছে, যেকোনো পদক্ষেপ অবশ্যই আইনি দৃষ্টিকোণ থেকে নিরাপদ হতে হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি ইইউ সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে নিতে হবে।
শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে কোস্তা বলেন, “শান্তি আলোচনায় নতুন গতি এসেছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলো এবং ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে জেনেভায় গতকালের বৈঠক উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।“
এসময় তিনি স্বীকার করে বলেন, ”এখনো কিছু বিষয় সমাধান বাকি আছে,” তবে “অগ্রগতির দিকটি ইতিবাচক।“
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।