জাতীয় নির্বাচনঃ ৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ

জাতীয় নির্বাচনঃ ৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে  ইসির সংলাপ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত পর্যবেক্ষকদের ইসির 'সহযোগী' হিসেবে কাজ করার এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে সহায়তা করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক পূর্বেই জানিয়েছিলেন, ইসির চলমান বৃহত্তর সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সংলাপটি দুটি ভিন্ন সেশনে অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, যেখানে ৪০টি পর্যবেক্ষক সংস্থা অংশ নিচ্ছে। দ্বিতীয় সেশন দুপুর ২টা থেকে শুরু হবে, যেখানে বাকি ৪১টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন।


উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ইসি ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীসহ সংশ্লিষ্ট সবাই।
এর অংশ হিসেবে গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর চার দিনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ