১২ হাজার বছর পর ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

১২ হাজার বছর পর ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইথিওপিয়ার আফার অঞ্চলে দীর্ঘ ১২ হাজার বছর নিষ্ক্রিয় অবস্থায় থাকা হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিস্তীর্ণ এলাকায় ছাই ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাতে কোনো প্রাণহানি ঘটেনি বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগ্নেয়গিরিটি হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু করলে ধোঁয়া ১৪ কিলোমিটার পর্যন্ত আকাশে উঠে যায় এবং ছাইয়ের মেঘ ভেসে পৌঁছে যায় ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত। ফ্রান্সের টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের (VAAC) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

অগ্ন্যুৎপাতের পর আফারা অঞ্চলের আফদেরা গ্রাম ঘন ছাইয়ে ঢেকে যায়। স্থানীয় বাসিন্দা আহমেদ আবদেলা জানান, ঘটনাটি “হঠাৎ নিক্ষিপ্ত কোনো বোমার বিস্ফোরণের মতো” অনুভূত হয়। অগ্ন্যুৎপাতের প্রভাবে দানাকিল মরুভূমির উদ্দেশে যাত্রা করা বহু পর্যটক ও স্থানীয় মানুষ আফদেরায় আটকা পড়েন।

আফার অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সঈদ জানান, প্রাণহানি না ঘটলেও অগ্ন্যুৎপাত স্থানীয় পশুপালন-নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি হয়নি, তবে বহু গ্রাম ছাইয়ে ঢেকে গেছে। ফলে পশুর জন্য প্রয়োজনীয় খাবারের ঘাটতি দেখা দিয়েছে।” আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির ভেতরে অবস্থিত, যা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চল এবং যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্য অনুযায়ী, হাইলি গুব্বি আগ্নেয়গিরির এ ধরনের অগ্ন্যুৎপাত বর্তমান ভূতাত্ত্বিক যুগ হোলোসিনে আগে দেখা যায়নি। প্রায় ১২ হাজার বছর আগে শেষ বরফ যুগের অবসানের সময় হোলোসিন যুগের সূচনা হয়েছিল। অগ্ন্যুৎপাতের  ঘটনায় এখনো কোনো হতাহত নেই বলে আফার কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ