মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মালয়েশিয়ার সরকার ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। 
তিনি আশা প্রকাশ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারের সঙ্গে সহযোগিতা করবে।

মন্ত্রী আরও জানান, সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ ও শিশুদের প্রতি যৌন নিপীড়নমূলক কন্টেন্ট থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ নীতির উদাহরণ অনুসরণ করে মালয়েশিয়াও এই পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের প্রতি সাইবারবুলিং, যৌন নিপীড়নমূলক কন্টেন্ট এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা বাড়ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বয়সসীমা নির্ধারণ নিয়ে কাজ করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ