রবিবারের মধ্যে প্রকাশ হচ্ছে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি: পিএসসি চেয়ারম্যানের ঘোষণা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
চেয়ারম্যান বলেন, “গত কয়েক মাসে দুটি বিশেষ বিসিএস পরীক্ষা (৪৮ ও ৪৯তম) খুব অল্প সময়ের ব্যবধানে আয়োজন করা হয়েছে। এজন্য নভেম্বরের শুরুতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হয়নি। আমরা বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি।”
৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৭৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে নন-ক্যাডারের পদসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। পিএসসি চেয়ারম্যান বলেন, “বিজ্ঞপ্তিতে যতগুলো নন-ক্যাডার পদ উল্লেখ থাকুক না কেন, ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে।”
এদিকে, আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বর সংক্রান্ত কিছু পরিবর্তনও এসেছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে ২০০ টাকা করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে ৫০ টাকা কমানো হয়েছে। এছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩৪৮৭ এবং নন-ক্যাডারের পদসংখ্যা ছিল ২০১
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।