টাইটানিক যাত্রীর স্বর্ণের ঘড়ি নিলামে সাড়ে ২৮ কোটি টাকায় বিক্রি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনী যাত্রী ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা একটি স্বর্ণের পকেট ঘড়ি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা)।
ইসিডর স্ট্রাউসের স্ত্রী আইডা স্ট্রাউসও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। নিলামকারীরা জানিয়েছে, ঘড়িটি এই ধরনের টাইটানিক–সম্পর্কিত স্মারকের মধ্যে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে।
ইসিডর স্ট্রাউস ও তার স্ত্রী ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিকে চড়ে ছিলেন। জাহাজটি বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যায়, যার ফলে ১৫০০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার কয়েক দিন পর আটলান্টিক থেকে ইসিডরের মরদেহ উদ্ধার করা হয় এবং তার সঙ্গে পাওয়া যায় ১৮ ক্যারেট স্বর্ণের জুলেস জারগেনসেন পকেট ঘড়ি, যা চার প্রজন্ম ধরে সংরক্ষিত ছিল।
শুক্রবার ইংল্যান্ডের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে ঘড়িটি বিক্রি হয়। এছাড়া আইডা স্ট্রাউসের একটি চিঠি ১ লাখ পাউন্ডে, যাত্রী তালিকা ১ লাখ ৪ হাজার পাউন্ডে এবং নাবিকদের দেওয়া স্বর্ণপদক ৮৬ হাজার পাউন্ডে নিলামে বিক্রি হয়।
নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, “ঘড়ির রেকর্ডমূল্য টাইটানিকের প্রতি মানুষের দীর্ঘস্থায়ী আগ্রহের প্রমাণ। ইসিডর ও আইডার গল্পটি ১১৩ বছর পরও এই স্মারকের মাধ্যমে বেঁচে আছে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।