মহাকাশযান থেকে এলিয়েন বের হয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছে

মহাকাশযান থেকে এলিয়েন বের হয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (১৯৮৯-১৯৯৩) এক প্রামাণ্যচিত্রে উল্লেখ করেছেন, ১৯৬৪ সালে নিউ মেক্সিকোর হলোম্যান বিমানঘাঁটিতে বিমানবাহিনী ও সিআইএর কর্মকর্তারা এক মহাকাশযানের সঙ্গে মুখোমুখি হন এবং সেখানে একটি এলিয়েন মানবদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে।

‘দ্য এজ অব ডিসক্লোজার’ নামের প্রামাণ্যচিত্রে পদার্থবিজ্ঞানী এরিক ডেভিস জানিয়েছেন, ২০০৩ সালে বুশ ব্যক্তিগতভাবে তাকে ওই ঘটনার বিবরণ দিয়েছেন। বুশ বলেন, তিনটি মহাকাশযান ঘাঁটির কাছে আসে, একটিতে অবতরণ ঘটে এবং এলিয়েন বেরিয়ে আসে। যদিও বুশ বিস্তারিত জানতে চেয়েছিলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ‘প্রয়োজন নেই’ বলে জানান।

প্রামাণ্যচিত্রে আরও দেখানো হয়েছে, সাবেক এএটিআইপি সদস্য হ্যাল পাথহফ ভিনগ্রহের বিভিন্ন সত্তার নমুনা উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট গ্যারি নোলান বলেন, মহাকাশযানের কাছে যাওয়া কিছু সামরিক সদস্য গুরুতরভাবে দগ্ধ বা আহত হয়েছেন।

প্রামাণ্যচিত্রটির পরিচালক ড্যান ফারাহ আশা করছেন, এটি ইউএফও এবং ভিনগ্রহে জীবন সম্পর্কিত তথ্য উদ্‌ঘাটনের আন্দোলনকে এগিয়ে নেবে এবং কোনো মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে এই সত্য স্বীকার করতে প্রেরণা যোগাবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ