ট্রাম্পের দাবি: শুল্ক হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটি থামিয়েছেন তিনি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দেখিয়ে। তাঁর দাবি, দেশের অর্থনীতি এই পদক্ষেপের কারণে লাভবান হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার আয় করছে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে আমরা ট্রিলিয়ন ডলার নিচ্ছি।”
তিনি আরও বলেছেন, চলতি বছরের মে মাসে শুল্ক ব্যবহার করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করেছিলেন, যদিও ভারত কখনোই এই ভূমিকাকে স্বীকার করেনি।
ট্রাম্প পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করে দাবি করেছেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত অবস্থায় রয়েছে।
ট্রাম্প শুল্ককে যুক্তরাষ্ট্রের শক্তি ও সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, “যেসব দেশ বছরের পর বছর শুল্ক ব্যবহার করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের ধ্বংস করতে পারবে না।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।