গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প

গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বের বিভিন্ন প্রান্তে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বাংলাদেশেও শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ঘন ঘন কম্পনকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা যায় না। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, দেশ দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশকে ভূমিকম্প ঝুঁকি অনুযায়ী তিনটি জোনে ভাগ করা হয়েছে। উচ্চঝুঁকির এলাকা জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২, এবং নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকা জোন-৩ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বজুড়ে গত সাত দিনে মোট ৮৫২টি ভূমিকম্প ঘটেছে। শনিবার নরসিংদীর পলাশে সকাল ১০:৩৮ মিনিটে ৩.৩ মাত্রার প্রথম কম্পন অনুভূত হয়। সন্ধ্যায় আরও দুটি কম্পন রেকর্ড করা হয়, যথাক্রমে ৩.৭ ও ৪.৩ মাত্রা।

গত শুক্রবার ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হন। 
বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন ভূমিকম্প বড় ধরনের ঝড়ের বা শক্তিশালী ভূকম্পনের পূর্বাভাস হতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ