টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম বলেই পাকিস্তানের উইকেট পতন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম বলেই পাকিস্তানের উইকেট পতন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাইজিং স্টারস এশিয়া কাপের দোহা ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দিনের আলো-রাতের আলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান শাহিনসের ইনিংসের প্রথম ওভারেই নাটকীয়তা তৈরি হয়। ম্যাচের শুরুতেই রানআউটের মাধ্যমে পাকিস্তান শিবিরে ধাক্কা দেয় আকবর আলীর দল। ইনিংসের প্রথম বলেই রিপন মণ্ডলের ডেলিভারিতে মিড-অনের দিকে খেলে দৌড় শুরু করেন ওপেনার ইয়াসির খান, কিন্তু দ্রুতগতিতে বলটি কুড়িয়ে আন্ডার-আর্ম সরাসরি থ্রো করে স্টাম্প ভেঙে দেন সাকলাইন। ফলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াসির।

প্রথম ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ ওভারে ২ রান। রান এসেছে একটি রান ও একটি লেগ বাই থেকে। আর রিপন মণ্ডল তার প্রথম ওভারে দেন মাত্র ১ রান, যদিও উইকেটটি আসে রানআউটে। প্রতিপক্ষের ব্যাটার মাজ সাদাকাত ও মোহাম্মদ ফাইকের ওপর প্রাথমিক চাপ তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশের বোলিং ইউনিট। সাদাকাত ৪ বল খেলে ১ রান এবং ফাইক ১ বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন এ সময়।

রিপন মণ্ডলের ধারাবাহিক শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে প্রথম ওভার থেকেই ব্যাটাররা কিছুটা সতর্ক হয়ে পড়েন। লেগ স্টাম্পের বাইরে স্লাইড করা পেস, অফ স্টাম্পে দৈর্ঘ্য ধরে রাখা লাইন এবং শর্ট অব গুড লেংথে গড়া ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটারদের বেশ চাপে রাখেন তিনি। অতীতের পারফরম্যান্স অনুযায়ী রিপনের ওপর দলের আস্থাও ছিল প্রবল, যা প্রথম ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরও দৃঢ় হয়।

ম্যাচের শুরুতেই পাকিস্তানের উইকেট পতন বাংলাদেশ দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। দোহা স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও শুরুতেই এ সাফল্যে উচ্ছ্বাসে মেতে ওঠে। ফাইনালের উত্তাপের মধ্যে এমন সূচনা বাংলাদেশ ‘এ’ দলের পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ম্যাচের বাকি অংশকে ঘিরে দুই দলের সমর্থকদের প্রত্যাশা তখন আরও বেড়ে যায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ