এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাইজিং স্টারস এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ রাতে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা লড়াই। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
রাইজিং স্টারস প্রতিযোগিতার ২০১৩ সালের প্রথম আসর থেকে এ পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে শিরোপা নিজেদের করে নিলেও বাংলাদেশ এখনো শিরোপা ছুঁতে পারেনি। ছয় বছর আগে রানার্সআপ হওয়াই দেশের সেরা অর্জন। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রায় পাঁচ বছর আগে আকবর আলীর নেতৃত্বে যে সাফল্য এসেছিল, এবার সেই আকবরের নেতৃত্বেই শিরোপার স্বপ্ন দেখছে দল।
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ধারায় হংকং, আফগানিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। বিশেষ করে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচে একের পর এক ভুলে সুপার ওভারে গড়াল ফল নির্ধারণ। সেখানে রিপন মণ্ডলের অসাধারণ বোলিংয়ে প্রথম দুই বলেই দুটি উইকেট হারায় ভারত ‘এ’। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। যদিও সেই রান তুলতেও হোঁচট খায় দল, তবে শেষ পর্যন্ত ওয়াইড বল থেকে জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে বাংলাদেশ ‘এ’ দল। দলীয় পারফরম্যান্সে ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে দৃঢ়তা দেখানোর কারণে আজকের ফাইনালেও আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির।
ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস-১। এছাড়া সাবস্ক্রিপশন নিয়ে টি স্পোর্টসের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ডিভাইসে দেখা যাবে ম্যাচটি। দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, আকবর আলীর দল আজ ইতিহাস গড়ে রাইজিং স্টারস এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি এনে দেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।