মুশফিকের শততম টেস্টে বাংলাদেশের দাপুটে জয়; ম্যাচসেরা মুশফিক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২১৭ রানের জয় নিয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ আধিপত্য দেখিয়ে স্বাগতিকরা তুলে নেয় একতরফা জয়। নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করা মুশফিকুর রহিম হয়েছেন ম্যাচসেরা। আর ধারাবাহিক বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭৬ রান। ওপেনার মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম ও মমিনুল হক তিনজনই অর্ধশতক স্পর্শ করেন। ইনিংসের মূল ভিত গড়ে দেন অভিজ্ঞ মুশফিক ও লিটন দাস। মুশফিক ১০৬ রান করার পাশাপাশি সতর্ক ব্যাটিংয়ে বড় ইনিংস খেলেন লিটন; তার ব্যাটে আসে ১২৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস। পরে মিরাজের ৪৭ রানে মোট সংগ্রহ শক্ত ভিত্তি পায়। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ছয় উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। টাকার অপরাজিত ৭৫ রানের পাশাপাশি জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি কিছুটা প্রতিরোধ গড়লেও তাইজুলের ৪ উইকেট ও হাসান মুরাদের ২ উইকেটে ভর করে দ্রুত গুটিয়ে যায় অতিথিদের প্রতিরোধ। ফলে ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ধারাবাহিকতায় ২৯৭/৪ ডিক্লেয়ার করে ৫০৯ রানের বিশাল লক্ষ্য দেয় স্বাগতিকরা। জয়, শাদমান ও মমিনুল আবারো অর্ধশতকের দেখা পান। অপরাজিত থাকেন মুশফিকুর রহিম, করেন ৫৩ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের পক্ষে কেবল কার্টিস ক্যাম্ফার দৃঢ় প্রতিরোধ গড়েন। তার ৭১ রানের লড়াকু ইনিংসের বদৌলতে বড় পরাজয় এড়াতে সক্ষম হয় সফরকারী আয়ারল্যান্ড। তাইজুল ও হাসান মুরাদের ঘূর্ণিতে ২৯১ রানে গুটিয়ে যায় অতিথি দল। তাইজুল ও মুরাদ দু’জনই নেন চারটি করে উইকেট।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।