ট্রাম্পের আল্টিমেটাম: প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে

ট্রাম্পের আল্টিমেটাম: প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একটি প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। এই পরিকল্পনায় রয়েছে ২৮টি পয়েন্ট সম্বলিত যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবনা। ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত এই প্রস্তাবে সম্মতি জানাতে হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে জেলেনস্কি ইতিবাচক সাড়া না দেন, তাহলে ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধে আর অংশ নেবে না এবং ইউক্রেনের প্রতি সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে।

ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি। যদি সবকিছু সঠিকভাবে চলে, সময়সীমা কিছুটা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করে ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি। এটি যথাযথ, কম নয়, বেশিও নয়।”

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, “প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে, যেগুলোতে অতীতে জেলেনস্কি সায় দেননি। তবে এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। না করলে যুক্তরাষ্ট্র আর এতে থাকবে না এবং তারা নিজের মতো যুদ্ধ চালাতে পারবে।”

ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথাও স্মরণ করে ট্রাম্প বলেন, “আপনাদের মনে আছে হয়তো, ওই বৈঠকের সময় আমি তাকে বলেছিলাম, আপনার হাতে কোনো কার্ড নেই।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ