৮৯৭ পদে বিশাল নিয়োগ, আবেদন করুন স্থানীয় সরকার বিভাগে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ দেশের বিভিন্ন পৌরসভায় মোট ৮৯৭টি শূন্য পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে ২০ নভেম্বর ২০২৫ থেকে।
র আগে জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।
পদ ও পদসংখ্যা (সংক্ষেপে উল্লেখযোগ্য)
1. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি) — ২৬টি (গ্রেড ৯ম)
2. হিসাবরক্ষণ কর্মকর্তা — ৩১টি (গ্রেড ৯ম)
3. সহকারী প্রকৌশলী (সিভিল) — ৮৪টি (গ্রেড ৯ম)
4. মেডিকেল অফিসার — ১৭৭টি (গ্রেড ৯ম)
5. শহর পরিকল্পনাবিদ — ১৬৮টি (গ্রেড ৯ম)
6. সমাজ উন্নয়ন কর্মকর্তা — ৫৭টি (গ্রেড ৯ম)
7. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) — ৭৭টি (গ্রেড ১০ম)
8. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) — ১২২টি (গ্রেড ১০ম)
9. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) — ৮১টি (গ্রেড ১০ম)
10. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি) — ২০টি (গ্রেড ১০ম)
11. প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি) — ৪৫টি (গ্রেড ১২তম)
12. প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি) — ৯টি (গ্রেড ১৩তম)
বয়সসীমা
বয়স গণনার তারিখ: ১ নভেম্বর ২০২৫।
বয়স প্রমাণে এসএসসি সনদ গ্রহণযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
পরীক্ষা
পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের SMS–এ জানানো হবে এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ।
আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা ।
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://lgd.gov.bd/
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।