শনিবার আবারো গাজীপুরে ৩.৩ মাত্রার ভূমিকম্প

শনিবার আবারো গাজীপুরে ৩.৩ মাত্রার ভূমিকম্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নরসিংদীর মাধবদীতে গত ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এই কম্পন রেকর্ড করেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল বাইপাইল। তিনি বলেন, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে।

এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থা জরুরি অবস্থায় কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের পরই কম্পন ঘটতে পারে, তাই জনগণকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ