মুমিনুলের ফিফটি, ম্যাচে এগিয়ে বাংলাদেশ

মুমিনুলের ফিফটি, ম্যাচে এগিয়ে বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে আবারও উজ্জ্বল নৈপুণ্য দেখালেন মুমিনুল হক। চলতি সিরিজে টানা তৃতীয়বারের মতো অর্ধশতক পূর্ণ করে ফিফটির হ্যাটট্রিক গড়েছেন তিনি। সিলেটে প্রথম টেস্টে ৮২ রানের ইনিংস খেলার পর ঢাকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও করেন ৬৩ রান। এবার দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা ধরে রেখে ৭৬ বলে তুলে নিলেন ক্যারিয়ারের ২৪তম ফিফটি।

রবিবার সকালে চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। প্রথম ইনিংসে ৪৭৬ রান সংগ্রহের পর আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করে ২১১ রানের লিড নেয় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩১ রানেই তিন উইকেট হারিয়ে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৪৪২ রানে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি টাইগারদের হাতে চলে গেছে।

মুমিনুলের সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমও সতর্ক ও স্থির ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। তিনি ২৪ রানে অপরাজিত থেকে দলকে আরেকটি বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন। দুজনের ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের স্পিন আক্রমণ কার্যত নিষ্প্রভ হয়ে পড়েছে। ম্যাথিউ হামফ্রিস ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ঘূর্ণি দারুণ ভাবে মোকাবেলা করেছেন বাংলাদেশের ব্যাটাররা।

বাংলাদেশ দলের কৌশল অনুযায়ী দ্বিতীয় ইনিংসে আরও কিছুক্ষণ ব্যাট করে লিড নিরাপদ সীমায় নিয়ে যাওয়ার পর ইনিংস ঘোষণা আসতে পারে। অন্যদিকে, আয়ারল্যান্ডের সামনে এখন মূল চ্যালেঞ্জ ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে যাওয়া এবং ম্যাচে অন্তত ড্র করা।

মুমিনুল হকের ধারাবাহিক ব্যাটিং শুধু দলের অবস্থানই শক্তিশালী করেনি, বরং পুরো সিরিজে তার আত্মবিশ্বাস ও ফর্ম বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হয়ে উঠেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ