কপ-৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

কপ-৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন, কনফারেন্স অব দ্য পার্টিস ৩১ (COP31), আয়োজনের দায়িত্ব পেয়েছে তুরস্ক। অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর দুই দেশের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে তুরস্ককে এই স্বাগতিক দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়া এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সরকারের সঙ্গে দর-কষাকষির নেতৃত্ব দেবে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর), ব্রাজিলে আয়োজিত COP30 চলাকালীন এই সমঝোতার মধ্য দিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
এই চুক্তির ফলে ২০২২ সাল থেকে সম্মেলনটির আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের অবসান হবে বলে আশা করা হচ্ছে। এর আগে, সমঝোতার আগপর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি ছিল না।

প্রধানমন্ত্রী আলবানিজ গণমাধ্যমকে জানান, এই চুক্তির আওতায় তুরস্ক COP31 এর সভাপতিত্ব করবে এবং সম্মেলন-পূর্ববর্তী অনুষ্ঠানগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের সরকারের সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রা নিয়ে দর-কষাকষির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

গণমাধ্যম রেডিওকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, "এই সমঝোতা অস্ট্রেলিয়া ও তুরস্ক, দুই দেশের জন্যই বড় জয়।"

উভয় দেশকে এখন মাত্র এক বছরের মধ্যে এই বিশাল আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিতে হবে।
এই সম্মেলনে কয়েক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবে এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ