চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৫৩

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৫৩
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে। একই সময়ে নতুন করে ৭৪৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুই জন মারা গেছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তালিকায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১২৭ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনাঞ্চলে ভর্তি হয়েছেন ১১৬ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন একজন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ১৬৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এ বছর এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১৯ হাজার ৯২৬ জন এবং সর্বনিম্ন সিলেট বিভাগে ৩২৮ জন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ