মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অবসরপ্রাপ্ত মেজর মো. রাশেদ খান সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে ওই দুই আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডও অপরিবর্তিত রাখা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে সাক্ষর শেষে তা পাঠিয়েছেন সংশ্লিষ্ট সেকশনে। রায় অনুযায়ী, আসামিরা আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এই রায় গত ২ জুন হাইকোর্টে ডেথ রেফারেন্স এবং ট্রায়াল কোর্টের রায় চ্যালেঞ্জের পর শুনানি শেষে প্রদান করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহার হত্যা মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যাকাণ্ডটি ঘটে ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে।

এ হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক ও পুলিশি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা হিসেবে ধরা হয়। হাইকোর্টের এই রায় দেশের বিচার ব্যবস্থায় ন্যায়বিচারের গুরুত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা ও অন্যান্য অভিযুক্তদের কার্যকর শাস্তি দেশের নাগরিকদের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি করতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।

নির্ধারিত রায় অনুসারে আসামিরা এখন উচ্চ আদালতে আপিল করতে পারবেন এবং হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তাদের শাস্তি কার্যকর হবে। এই মামলাটি পুলিশের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জনসাধারণের প্রতি কর্তব্যপরায়ণতার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ