সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মঈনপুর এলাকা এবং সুরমা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ি ও নৌকা পরিদর্শন করা হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় থাকা ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস উদ্ধার করা হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী এবং বিজিবির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি সদস্য ও ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অংশ নেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ত্রি-পিস এবং কসমেটিকস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা।” তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় এসব ধরনের পাচার ও চোরাই ঘটনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাধারণ মানুষকে অবৈধ ও বেআইনি পণ্য থেকে সুরক্ষিত রাখা তাদের প্রধান দায়িত্ব। উদ্ধার অভিযান বর্ডার গার্ড বাংলাদেশের সচেতন ও প্রোঅ্যাকটিভ ভূমিকার পরিচায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।