সেনাবাহিনীর বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০১ ও ১৯ নভেম্বর প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে মোট ০৮টি জব ক্যাটাগরিতে ১১ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে।
প্রার্থীদের শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, তিন কপি সত্যায়িত রঙিন ছবি ও নির্ধারিত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র ও খামের ওপর সংশ্লিষ্ট পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস প্রার্থীরা সংশ্লিষ্ট পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। নতুন এবং অভিজ্ঞ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।
বয়সসীমা: সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে, যা বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন শুরু: ০১ ও ১৯ নভেম্বর ২০২৫।
আবেদন গ্রহণের শেষ তারিখ: ২০ নভেম্বর এবং ২৬ নভেম্বর ২০২৫।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.army.mil.bd
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।