আবার পল্লী বিদ্যুৎ-এ নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জব ক্যাটাগরিতে অসংখ্যসহ মোট ৬৮+৩+২+৩ জন যোগ্য নারী–পুরুষ নিয়োগের জন্য ২৩ অক্টোবর, ০৫, ০৬, ১০ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে।
জব ক্যাটাগরি: ০২+০৩+০১+০১+০৪+০৩।
পদসংখ্যা: অসংখ্য+৬৮+০৩+০২+অসংখ্য+০৩ জন।
যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (পদভেদে)।
বয়স: সাধারণ ১৮–৩০ বছর।
অভিজ্ঞতা: কিছু পদের জন্য প্রয়োজন, কিছুতে প্রয়োজন নেই।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,৬০০–৪৬,২৪০ টাকা।
আবেদন ফি: সার্কুলার অনুযায়ী ।
আবেদন প্রক্রিয়া:
REB ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৩ অক্টোবর, ০৫, ০৬, ১০ ও ১৯ নভেম্বর ২০২৫ ইং।
আবেদন শেষ: ২০, ২৩, ২৪, ২৮ নভেম্বর, ০৩ ও ১৫ ডিসেম্বর ২০২৫ ইং।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: reb.gov.bd
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।