সেমিফাইনালে আগামীকাল আবারো বাংলাদেশ-ভারত লড়াই

সেমিফাইনালে আগামীকাল আবারো বাংলাদেশ-ভারত লড়াই
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল পর্বে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) মাঠে নামছে চার দক্ষিণ এশীয় উদীয়মান দল। দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিট)। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দুই দলই প্রতিযোগিতার অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ‘এ’ দল সাম্প্রতিক ম্যাচগুলোতে শক্তিশালী ব্যাটিং ইউনিটের ওপর ভর করে আত্মবিশ্বাসী, অন্যদিকে ভারত ‘এ’ দল তাদের বোলিং আগ্রাসন ও তরুণ প্রতিভার ওপর নির্ভর করছে। সেমিফাইনালের এই লড়াই দু’দলের প্রতিযোগিতামূলক ক্রিকেট ঐতিহ্যকে সামনে এনে উত্তেজনার নতুন মাত্রা যোগ করবে।

একই দিনে দিনের দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ম্যাচে, যেখানে পাকিস্তান শাহিন্স মুখোমুখি হবে শ্রীলঙ্কা ‘এ’ দলের। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) শুরু হওয়া এই ম্যাচটিকে দুই দলের জন্যই বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। টুর্নামেন্টজুড়ে পাকিস্তান শাহিন্স বোলিং দক্ষতা দিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ দল তরুণ ব্যাটসম্যানদের ধারাবাহিকতার কারণে সমানভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দুই দলই ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে সর্বোচ্চ শক্তি নিয়ে।

দোহায় আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টারসের উভয় সেমিফাইনাল ম্যাচ এখনো শুরু হয়নি। টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, সব আয়োজন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং ম্যাচগুলো সুবিন্যস্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালিত হবে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সেমিফাইনাল দুইটির জন্য ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে, কারণ চার দলই ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় প্রতিনিধিত্ব করছে। শুক্রবারের সেমিফাইনাল শেষে টুর্নামেন্টের ফাইনালিস্ট নির্ধারিত হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ