চীনের ভ্রমণ বয়কটে জাপানের অর্থনীতি হুমকির মুখে

চীনের ভ্রমণ বয়কটে জাপানের অর্থনীতি হুমকির মুখে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে চলমান কূটনৈতিক বিবাদের ফলে চীন তার নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান জানায়। এতে জাপানের পর্যটন শিল্পে তীব্র অর্থনৈতিক ধাক্কা লেগেছে। চীনের জনগণ জাপান ভ্রমণ ক্রমশই বাতিল করছে।

টোকিও-ভিত্তিক ট্যুর অপারেটর ইস্ট জাপান ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেস জানায় এ কদিনে তারা বছরের বাকি সময়ের প্রায় ৮০ শতাংশ বুকিং হারিয়েছে।

জাপানের মোট জিডিপি-র প্রায় ৭ শতাংশ পর্যটন খাত থেকে আসে। সম্প্রতি পর্যটন জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীন ও হংকং থেকে আসা পর্যটকরা বিদেশি পর্যটকের মোট সংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

বেইজিংয়ের সতর্কতার কারণে জাপানগামী শত শত ফ্লাইট বাতিল হচ্ছে এবং ট্যুরিজম খাতের শেয়ারের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে।
এয়ারলাইন বিশ্লেষকদের অনুমান, ইতিমধ্যে প্রায় ৫ লাখ টিকিট বাতিল করা হয়েছে। নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এই বয়কটের কারণে জাপানের বছরে প্রায় ২.২ ট্রিলিয়ন ইয়েন (১৪.২৩ বিলিয়ন ডলার) ক্ষতি হতে পারে।

এর জেরে জাপানও বেইজিং-এ অবস্থানরত তাদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং ভিড়যুক্ত এলাকা এড়িয়ে চলতে বলেছে।


এদিকে এই রাজনৈতিক উত্তেজনার প্রভাব সংস্কৃতি জগতেও পড়েছে। চীন আসন্ন জাপানি চলচ্চিত্রগুলোর প্রদর্শন স্থগিত করেছে। অন্যদিকে, চীনা সামাজিক মাধ্যমে জনপ্রিয় জাপানি তারকারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন।
জাপানি গায়িকা মারিয়া ওয়েইবোতে লিখেছেন যে তিনি সর্বদা 'এক চীন নীতি' সমর্থন করবেন এবং চীনকে তার দ্বিতীয় মাতৃভূমির মতো দেখেন।


ট্যুর অপারেটর ইস্ট জাপান ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ইউ জিনশিন জানান, ২০১২ সালে বিতর্কিত দ্বীপগুলো রাষ্ট্রীয়করণের সময় দেশবিরোধী বিক্ষোভের মতো অতীতের সংকটেও তাদের প্রতিষ্ঠান টিকে থাকতে পেরেছিল। তবে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তার ভাষায়, "এক-দুই মাস এভাবে চললে আমরা সামলে নিতে পারব। কিন্তু পরিস্থিতি যদি আরও খারাপ হতে থাকে, তাহলে ব্যবসায় বড় ধরনের আঘাত আসবে।"

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ