গোপনে নাশকতা সৃষ্টির অভিযোগে ইউআইটিএস এর নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

গোপনে নাশকতা সৃষ্টির অভিযোগে ইউআইটিএস এর নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইউআইটিএস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলাম সিয়ামকে গোপনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি সিয়ামের বিরুদ্ধে গোপন তথ্যে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ফোন ও ব্যক্তিগত যোগাযোগ বিশ্লেষণ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। নতুন তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থা তা গণমাধ্যমকে জানাবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ