বিনিয়োগ বাড়াতে ভারতে এলেন আফগান বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতে বিনিয়োগ সহযোগিতা ও পণ্য বিনিময় বাড়ানোর লক্ষ্যে বুধবার প্রথমবারের মতো নয়াদিল্লিতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজি। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন ও আঞ্চলিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে কৌশলগত উন্নয়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যাওয়া কাবুল দূতাবাস গত মাসে পুনরায় চালু করে ভারত, যা দুই পক্ষের সম্পর্ক উন্নয়নের সংকেত দিয়েছে। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত আফগানিস্তানে সহায়তা ও সম্পৃক্ততা বাড়াচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজিজি ভারতীয় বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এসব আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, যৌথ বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক ট্রানজিট রুটে আফগানিস্তানের কৌশলগত ভূমিকা শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় শস্য, ওষুধ ও শিল্পপণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে কাবুল বিকল্প পথের ওপর নির্ভরতা বাড়িয়েছে।
ইরানের চাবাহার বন্দর ব্যবহারে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে, যা আফগানিস্তানের জন্য নতুন বাণিজ্য সুযোগ তৈরি করেছে। এই স্থল ও সামুদ্রিক রুট কাবুলের করাচি বন্দরের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে। আফগান বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় মাসে ইরান হয়ে দেশের বাণিজ্য ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে পাকিস্তান রুটে বাণিজ্য হয়েছে ১.১ বিলিয়ন ডলার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজিজির দিল্লি পৌঁছানোর ছবি প্রকাশ করে জানিয়েছেন, সফরের মূল লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেওয়া। যদিও ভারত বর্তমান তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এবং আফগানিস্তানে চীনের প্রভাব বাড়াকে সামনে রেখে দুই পক্ষের সম্পর্ক পুনর্বিন্যাসের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।