ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে চান্স পেল যে দেশ

ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে চান্স পেল যে দেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র কুরাসাও ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। স্টিভ ম্যাকক্লেরেনের জ্যামাইকার সঙ্গে ড্র করার পরই নিশ্চিত হয় তাদের ঐতিহাসিক যোগ্যতা অর্জন। দেড় লাখ জনসংখ্যার ক্ষুদ্র দ্বীপ দেশটি এর মাধ্যমে বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে আইসল্যান্ডকে ছাড়িয়ে গেছে। আয়তনেও দেশটি যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল ‘আইল অব ম্যান’-এর চেয়ে ছোট। ম্যাচটিতে জ্যামাইকা শেষ মুহূর্তে জয় পেলে বিশ্বকাপ মঞ্চে উঠতে পারত। ইনজুরি টাইমে পাওয়া একটি পেনাল্টি ভিএআরে বাতিল হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়।

ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট ৭৮ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে টুর্নামেন্টে থাকছেন। এর আগে ২০১০ সালে গ্রিসের দায়িত্বে থাকা অটো রেহাগেল ছিলেন সবচেয়ে বয়স্ক (৭১)। নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর ২০১০ সাল থেকে কুরাসাও ফুটবলের অগ্রযাত্রা শুরু হয়। দশ বছর আগেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫০তম অবস্থানে থাকা দলটি বর্তমানে ৮২তম। ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলীয় সম্প্রসারিত ফরম্যাট তাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। নতুন মুখ হিসেবে কুরাসাও যোগ দেবে কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে।

বাছাইপর্বে ১০ ম্যাচে সাতটিতে জয় পেয়ে অপরাজিতভাবে শেষ করে কুরাসাও। শেষ ম্যাচে নাটকীয় মুহূর্ত সৃষ্টি হয় অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আইজ্যাক হেইডেনের ফাউলে দেওয়া পেনাল্টি ভিএআরের পর বাতিল হওয়ায়। এতে ইতিহাস রচনার পথ উন্মুক্ত হয়। কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাওয়ের পাশাপাশি হাইতি ও পানামা বিশ্বকাপে উঠেছে। নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরছে হাইতি।

২০২৪ সালের জানুয়ারিতে অ্যাডভোকাট কুরাসাওয়ের দায়িত্ব নেন। অর্থবিতর্ক মেটানোর পর তিনি লক্ষ্য স্থির করেন বিশ্বকাপে খেলার। ডাচ-বংশোদ্ভূত ইউরোপভিত্তিক খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। জুনিনহো বাকুনার ভাষায়, অ্যাডভোকাটের নেতৃত্ব দলকে আমূল বদলে দিয়েছে এবং তাদের যোগ্যতা আরও তরুণ খেলোয়াড়কে আকৃষ্ট করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ