গাজীপুরের রাজেন্দ্রপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের রাজেন্দ্রপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘের বাজার এলাকার ফিনিক্স নামে কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই ধোঁয়ায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ