দেশে ফিরলেন আলী রিয়াজঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত

দেশে ফিরলেন আলী রিয়াজঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সাবেক সহ-সভাপতি এবং প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন। দেশে ফেরার আগেই গত ১৩ নভেম্বর তাঁকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে অধ্যাপক রিয়াজ তাঁর দায়িত্ব ও সাম্প্রতিক সফর সম্পর্কে নিশ্চিত করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে তিনি একটি বক্তৃতা দেন। একই দিনে তাঁকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর পেশাগত কাজে অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্র সফরে যান। ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে তিনি এক সেমিনারে বক্তৃতা দেন, যেখানে বাংলাদেশের মূল সংবিধান এবং পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করার প্রক্রিয়া রাজনীতি ও সমাজে কী ধরনের বিভেদ তৈরি করেছে- সে বিষয়ে আলোচনা করেন।

অধ্যাপক আলী রিয়াজ সম্প্রতি সমাপ্ত হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩১ অক্টোবর এই কমিশনের মেয়াদ শেষ হয়।
মেয়াদকালে এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দুই ধাপে সংলাপ চালায় এবং জুলাই মাসে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি করে।

জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৭ অক্টোবর ঐকমত্য কমিশন একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এই সুপারিশগুলোর ভিত্তিতেই সরকার গত ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ