আবারও দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধির কারণে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিক্রয়মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ নভেম্বর) এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক তাদের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার (বাক্সসহ) নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা। পূর্বে এই মুদ্রার দাম ঠিক করা হয়েছিলো ১ লাখ ৭০ হাজার টাকা।
স্মারক রৌপ্য মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্মারক মুদ্রার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য ১৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে।
জাতীয় স্বার্থে এই তথ্যটি ব্যাপকভাবে প্রচারের জন্য কেন্দ্রীয় ব্যাংক গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়। ২১ ক্যারেট ভরি প্রতি দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা ও সনাতন পদ্ধতি স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বিক্রি হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।