এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল অভিযোগ সংশ্লিষ্ট বদিউল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, এনবিআর সদস্য এ কে এম বদিউল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল, যা তিনি দাখিল করেছেন। বর্তমানে দাখিলকৃত সেই সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বদিউল আলম বর্তমানে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি যদি দেশ ছেড়ে চলে যান, তবে চলমান অনুসন্ধান কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
এই আবেদনের প্রেক্ষিতে আদালত এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।