ঢাকা জজ কোর্টে পিপি অফিসের সামনে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীর কার্যালয়ের সামনে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আদালত চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, অফিসের ঠিক পাশেই অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের ৫ বা ৬ তলা থেকে পটকাগুলো ছোড়া হয়েছিল।
তাৎক্ষণিক বিস্ফোরণের শব্দে ওই এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।"
আদালতের একজন শীর্ষ কর্মকর্তার অফিসের সামনে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে জনগণ। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।