মনোনয়নপত্র প্রত্যাহার করলো ছাত্রদলের বিদ্রোহী প্যানেল

মনোনয়নপত্র প্রত্যাহার করলো ছাত্রদলের বিদ্রোহী প্যানেল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জকসু নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র তোলা ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীরা আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রফিক ভবনের নীচে ছাত্রদল কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তাঁরা।  

দলের বাইরে মনোনয়ন পত্র তোলা আইন বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, "আমি দলের সাথে দীর্ঘদিন ধরে আছি, আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি। দল যে প্যানেল দিয়েছে সেই প্যানেলকে সমর্থন জানাই এবং তাদের পাশে থাকব।"

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব  শামসুল আরেফিন বলেন, "আমরা যে ঐক্যবদ্ধ প্যানেল দিয়েছি তা মাইলফলক সৃষ্টি করবে। আমাদের প্যানেল শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আমাদের প্যানেলের প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ কিছু দিতে চাই। 

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগ করে ক্যাম্পাসে যারা পরিচিত মুখ তাদেরকে নিয়ে আমরা প্যানেল গঠন করেছি। আমাদের দলে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু কোন হল নেই তাই আমাদের সবাইকে মূল্যায়ন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় সংসদে যেহেতু মাত্র কয়েকটি পদ তাই আমাদের সবাইকে মূল্যায়ন করতে পারিনি। আমরা আশা করি ভবিষ্যৎ জকসু নির্বাচন গুলোতে তাদের মূল্যায়ন করতে পারবো।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ