মুশফিকের শততম টেস্ট ম্যাচ শিক্ষার্থী-শিক্ষকদের জন্য উন্মুক্ত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিরপুরে শুরু হতে যাওয়া মুশফিকুর রহিমের শততম টেস্টকে সামনে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি প্রদর্শন করলেই শিক্ষক ও শিক্ষার্থীরা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তাদের জন্য শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগের ব্যবস্থা থাকবে। পাঁচ দিনের টেস্ট ম্যাচের প্রতিটি দিনেই টিকিট ছাড়াই প্রবেশাধিকার দেওয়া হবে। তবে স্টেডিয়ামে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রচলিত সব নিয়মই কার্যকর থাকবে। বাইরের খাবার, ব্যাগ, পানির বোতলসহ নিষিদ্ধ কোনো সামগ্রী স্টেডিয়ামের ভেতরে নেওয়া যাবে না বলেও জানায় বিসিবি।
এদিকে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দলের আত্মবিশ্বাসও এখন উঁচুতে। মিরপুরের হোম অব ক্রিকেটে শততম টেস্টের মতো ঐতিহাসিক মুহূর্তে শিক্ষার্থী ও শিক্ষকদের বিনামূল্যে উপস্থিত থাকার সুযোগ করে দিয়ে ক্রিকেটপ্রেম বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। বিসিবি আশা করছে, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতি স্টেডিয়ামের পরিবেশকে আরও উজ্জীবিত করবে এবং মুশফিকুর রহিমের মাইলফলক স্পর্শের এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।