কুকুরের কামড়ে একই গ্রামের শিশুসহ ১২ জন আহত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাদারীপুরের শিবচর উপজেলায় একই গ্রামের ১২ জনকে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক দুই দফায় বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কয়েকটি কুকুর আচমকা অস্বাভাবিক আচরণ করে গ্রামজুড়ে ছুটোছুটি করে এবং পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষদের এলোপাতাড়ি কামড়ায়। এতে শিশুসহ মোট ১২ জন আহত হন। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শায়লা পারভীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একদিনে একই গ্রামের বিপুলসংখ্যক মানুষ কুকুরের কামড়ে আহত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আহতদের মধ্যে শাহানা বেগম (৫০), মজিদ কাজী (৭০), নুসরাত (৭) এবং আরও ৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রয়েছেন। সবাই বিভিন্ন মাত্রার আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসা দেওয়া হয়েছে।
নুসরাতের দাদা জানান, বাড়ির সামনে খেলতে থাকাকালে হঠাৎ কুকুর এসে শিশুটিকে দেহের বিভিন্ন স্থানে কামড় দেয়। মজিদ কাজী বলেন, কাজের উদ্দেশ্যে বাইরে বের হলে কয়েকটি কুকুর তাকে ঘিরে ধরে এবং শরীরের কয়েকটি স্থানে কামড়ায়। একইভাবে শাহানা বেগম রান্নাঘরে যাওয়ার সময় বাড়ির উঠোনে কুকুরের আক্রমণের শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিরেবিস ভ্যাকসিনের সরবরাহ না থাকায় রোগীদের বাইরের প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে বলে জানান ডিউটি ডাক্তার শায়লা পারভীন। তিনি বলেন, সরকারিভাবে ভ্যাকসিনের সরবরাহ থাকলে রোগীরা আরও সহজে ও দ্রুত চিকিৎসা পেতেন। ঘটনাটি গ্রামবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং এলাকায় কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।