প্লট বরাদ্দে শেখ হাসিনার দুর্নীতি মামলায় যুক্তিতর্ক

প্লট বরাদ্দে শেখ হাসিনার দুর্নীতি মামলায় যুক্তিতর্ক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস) – পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক ২৩ নভেম্বর শুনানি হবে।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ দিন ধার্য করেছেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এদিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্যও সময় ছিল। তবে খুরশীদ আলম উপস্থিত থাকলেও সাফাই সাক্ষী ও লিখিত বক্তব্য উপস্থাপন করবেন না। বাকী ১১ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করেননি।

মামলায় মোট ১০-১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউক-এর সাবেক সদস্য ও চেয়ারম্যান, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এ পর্যন্ত মামলায় ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ