আমার মায়ের কিছু হবেনা, ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছেঃ জয়
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ মোট পাঁচটি মামলার রায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘোষণা করতে চলেছে। নির্বাসিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের মৃত্যুদণ্ড হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে। একইসাথে স্বস্তি প্রকাশ করে জয় বলে, তার মা এখন ভারতে নিরাপদে আছে এবং দেশটি তাকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে।
জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা সহিংসতায় আনুমানিক ১,৪০০ মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশের গুলিতে মারা যান এবং এটিকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। আজ রায় ঘোষণার পূর্বে সজীব ওয়াজেদ জয় তার মায়ের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলে, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।“
তবে এরপরই স্বস্তি প্রকাশ করে জয় জোর দিয়ে বলে, “আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।“
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।