ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৩৯
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আজ (রোববার, ১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে এক হাজার ১৩৯ জন রোগী। নতুন এসব রোগী যুক্ত হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩৬ জনে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বাধিক ১৮১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ১৪১ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪৬ জন। রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৮ জন রোগী ভর্তি হয়েছে। খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছে ১১৯ জন নতুন রোগী।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি রোগীর সংখ্যা মাত্র একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ার পরিবর্তন, অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতার ঘাটতির কারণে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। তারা ঘরের ভেতর ও বাইরে জমে থাকা পানি অপসারণ, মশারি ব্যবহার এবং প্রতিদিন পরিবেশ পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
সরকারি পর্যায় থেকেও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।