জীবনের প্রথম ভাইভাতেই বিসিএস ক্যাডার, কেমন ছিলো অভিজ্ঞতা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের লেমন বিশ্বাস। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সদ্য স্নাতক লেমন বিশ্বাস তার প্রথম পিএসসি ভাইভা পরীক্ষা অতিক্রম করে এই সফলতা অর্জন করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিসিএস ভাইভা বোর্ডের অভিজ্ঞতা শেয়ার করেন লেমন বিশ্বাস।
অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে ভাইভা বোর্ডের মুখোমুখি হয়ে জীবনের প্রথম চাকরি নিশ্চিত করেন লেমন। ভাইভায় মোট ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করে যেখানে লেমন বিশ্বাসের সিরিয়াল নম্বর ছিলো সপ্তম। প্রায় ১৩ থেকে ১৪ মিনিটের সময়কালব্যাপী এই সেশনে তিনি অধ্যাপক এবং এক্সটার্নাল সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ভাইভা বোর্ডের চেয়ারম্যান স্যার তার ব্যক্তিগত পরিচয় ও ক্যাডার পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এরপর ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, লিবারেলিজম এবং ব্যক্তিস্বাতন্ত্রবাদের মতো বিষয়গুলোতে জ্ঞানের পরীক্ষা নেয়া হয়। ম্যাকিয়াভেলির শাসকের গুণাবলি এবং তাত্বিক নেতার ধারণা সম্পর্কেও তিনি যুক্তিসঙ্গতভাবে উত্তর দেন।
লেমন বিশ্বাস এই অভিজ্ঞতাকে জীবনের স্বপ্নের মতো মনে করেন। মাত্র দুই মাসের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সাফল্য শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হিসেবে চিহ্নিত হয় এবং তিনি ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় মেধাক্রম ৯ম স্থান অর্জন করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।