শেখ হাসিনার রায়ঃ ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ১৪ আ.লীগ গ্রেফতার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আজ রবিবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত দলটির কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে গাছ ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী সুয়াদি ও মুনসুরাবাদ এলাকা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন নিশ্চিত করেছেন, ভাঙ্গায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে টহল জোরদার করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।