আশুলিয়ায় পুলিশের অভিযানে আওয়ামী ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

আশুলিয়ায় পুলিশের অভিযানে আওয়ামী ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন সক্রিয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনাসহ নাশকতা সংশ্লিষ্ট মামলায় তাদের নামে অভিযোগ থাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার অভিযান শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ (৩৭), যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), ওয়ার্ড সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮) এবং শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুঁর (৬০)। এছাড়া ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড তথ্যবিষয়ক সম্পাদক মো. মামুন দেওয়ান (৩৬) এবং পাথালিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯) গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিকভাবে রাতভর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের নাশকতা এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সম্পন্ন করে যথাযথ নিয়মে তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ