‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্য শিহিপাশা এলাকার কলেজছাত্রী পূজা দাস (২১) নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে বরিশাল সরকারি মহিলা কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে রহস্যজনক দাবি করা হলেও নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে তার বড় ভাই রিমন দাস থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, পূজা দাস স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী কার্তিক দাসের নাতনি এবং নারায়ণ চন্দ্র দাসের মেয়ে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বেগে রয়েছে। তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে ভিন্ন কারণ দেখছে পুলিশ। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, তদন্তের এক পর্যায়ে পূজা দাস নিজেই পুলিশকে জানিয়েছেন যে তিনি প্রেমিকের হাত ধরেই বের হয়ে যেতে পারেন। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের দাবি, এটি অপহরণ বা জোরপূর্বক নিখোঁজ হওয়ার ঘটনা নয়। তারপরও তরুণীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে পূজার পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করতে চাইছেন না। তার ভাই রিমন দাস বলেন, “জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।” তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কলেজছাত্রীর কোনো ধরনের বিপদ বা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হওয়ার আশঙ্কায় পরিবার ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূজার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দিক খতিয়ে দেখা হবে বলেও নিশ্চিত করেছে থানাপক্ষ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।