যে কারণে কালো ব্যাজ পরে কর্মসূচি পালন করছেন বিচারকরা

যে কারণে কালো ব্যাজ পরে কর্মসূচি পালন করছেন বিচারকরা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন দেশের অধস্তন আদালতের বিচারকরা। রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রতীকী কর্মসূচিতে অংশ নিলেও বিচারকরা বিচার কার্যক্রম বন্ধ রাখেননি। তারা জানান, বিপুল মামলা জটের কারণে একদিনের কলম বিরতিও বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বাড়াতে পারে। তাই কঠোর কর্মসূচির পরিবর্তে তারা নিরাপত্তাহীনতার প্রতিবাদে কালো ব্যাজ ধারণকে বেছে নিয়েছেন। তবে ভবিষ্যতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের সম্ভাবনার কথাও তারা ইঙ্গিত দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন নামে এক ব্যক্তি। একই ঘটনায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি। হত্যাকাণ্ডের পরদিন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কঠোর নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। তারা উল্লেখ করে, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ড বিচার বিভাগকে স্তম্ভিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আদালতে সোপর্দের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে, যা উদ্বেগজনক।

সংগঠনটি দাবি করে, সুপ্রিম কোর্ট থেকে একাধিকবার পত্র পাঠানো সত্ত্বেও আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবার নানা ঝুঁকির মধ্যে বসবাস করছেন। নিহত শিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ ধারণের ঘোষণা দেয় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, যার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশজুড়ে বিচারকরা আজ এই কর্মসূচি পালন করছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ