পুনরায় চালু হয়েছে শতবর্ষী স্টিমার 'পিএস মাহসুদ'

পুনরায় চালু হয়েছে শতবর্ষী স্টিমার 'পিএস মাহসুদ'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ পুনরায় অভ্যন্তরীণ নৌ-পরিবহনে যুক্ত হয়েছে। বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতেই স্টিমারটি প্রমোদতরী হিসেবে নবউদ্যমে চালু করা হয়। শনিবার রাজধানীর সদরঘাটে নৌ–পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রার শুভ উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ড. সাখাওয়াত হোসেন বলেন, পিএস মাহসুদ শুধু একটি নৌযান নয়; এটি বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতি, ইতিহাস ও পর্যটনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি জানান, আগামী ২১ নভেম্বর থেকে ঢাকা–বরিশাল রুটে স্টিমারটি নিয়মিত পর্যটনসেবা প্রদান শুরু করবে। তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শতবর্ষী এ স্টিমার পুনরায় চালুর সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস টার্নসহ কয়েকটি ঐতিহাসিক স্টিমার পুনর্নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

নৌ-পরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, পিএস মাহসুদের পুনঃসংস্কার দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াবে। স্টিমারটিতে ঐতিহ্যবাহী খাবার, বাংলা সঙ্গীতের লাইভ পরিবেশনা এবং সাংস্কৃতিক আয়োজন থাকবে। বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের মতে, স্টিমারের মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ন রেখে ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি–নিরাপত্তা ও ডিজিটাল নেভিগেশন প্রযুক্তি আধুনিকায়ন করা হয়েছে। আছে উন্নত কেবিন, পর্যটকবান্ধব ডেক ও পরিবেশবান্ধব কম নিঃসরণ প্রযুক্তির ইঞ্জিন। আন্তর্জাতিক মানের লাইফবোট, জিপিএস ও অগ্নি–নিরাপত্তা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।

স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং প্রতি শনিবার বরিশাল থেকে ঢাকায় যাত্রা করবে। সকাল ৮টায় সদরঘাট থেকে ছেড়ে যাত্রীরা নদীপথের সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন, যা নৌপর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ