দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে দৃষ্টিনন্দন এক ইনিংস খেলে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডানহাতি এই ব্যাটার। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূরণ করে তিনি দেশের যে কোনো ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড নিজের দখলে নেন। এর ফলে ২০২০ সালে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে করা সেঞ্চুরির রেকর্ডও ভেঙে যায়।
লক্ষ্য ছিল ১৬৮ রান, যা টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের জন্য বেশ চ্যালেঞ্জিংই বলা যায়। তবে সোহানের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচটি পরিণত হয় একপেশে লড়াইয়ে। ইনিংসের প্রথম ওভারেই তিনটি ছক্কা হাঁকিয়ে দলের আক্রমণের সূচনা করেন তিনি। দ্বিতীয় ওভারেও তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা যোগ করেন এই ওপেনার। পাওয়ারপ্লের প্রতিটি ওভারেই তিনি ধারাবাহিকভাবে বড় শট খেলে রান তুলতে থাকেন।
মাত্র ৬ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় ১০৭ রানে, টি-টোয়েন্টি ক্রিকেটে যা বাংলাদেশের ইতিহাসেই অনন্য এক অবস্থান। পাওয়ারপ্লের সবচেয়ে কম রান উঠেছে এমন ওভারেও এসেছে ১৩ রান, যা সোহানের ইনিংসের আগ্রাসনকে আরও স্পষ্ট করে। তার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ নির্ধারিত লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে ৫৪ বল হাতে রেখে।
এর আগে এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে ভারতের বৈভব সূর্যবংশী ৩২ বলে সেঞ্চুরি করে আলোচনায় ছিলেন। সোহানও এক পর্যায়ে সেই বিশ্বরেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ৩১ বলে তার রান ছিল ৯৬; তবে পরের চার রান তুলতে তাকে আরও কয়েকটি বল খরচ করতে হয়। তবু ৩৫ বলে সেঞ্চুরি পূরণ করে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নেন।
সোহানের এই সাফল্য শুধু ম্যাচ জেতানোই নয়, বরং দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন আক্রমণাত্মক ধারার একটি দৃষ্টান্ত। তার এই ইনিংস আগামী ম্যাচগুলোতেও দলের উত্সাহ ও আত্মবিশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ক্রিকেটবিশ্লেষকরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।