জাতীয় ঈদগাহ মাঠের পাশে ড্রাম থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি জানান, হাইকোর্ট মাজার এলাকার মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কারা নীল রঙের একটি ছোট ড্রাম ফেলে রেখে যায়। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে দেখা যায়, এর ভেতরে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড দেহাংশ রয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাটির পেছনের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, ঘটনাস্থল থেকে দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে, এর একটি ড্রামে লাশ এবং অন্যটিতে চাল পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি হত্যাকাণ্ডের পর গোপনে ফেলার উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল। পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটির সূত্র উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঘটনার পর শাহবাগ ও এর আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।