আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-১ এ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কার্যক্রমেনিষিদ্ধ আওয়ামীলীগ আজ 'ঢাকা লকডাউন' কর্মসূচির ঘোষণা দিয়েছে। যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই কঠোর। এখানে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

সকাল ৭:৩০: হাইকোর্ট মাজার–সংলগ্ন ট্রাইব্যুনালের মূল ফটকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সকাল ৮টার পর সেনাবাহিনীর টহল দলও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হয়। কোর্ট এলাকায় এলাকায় বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান মোতায়েন রয়েছে।

পুরো এলাকাটিকে নিরাপত্তা বলয় দ্বারা ঘিরে রাখা হয়েছে। তল্লাশির পরেই কেবল সাধারণ মানুষ ও সাংবাদিকদের ট্রাইব্যুনাল ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আদালতের কার্যক্রম যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, এবং কেউ যেন উসকানিমূলক কাজ করতে না পারে, সেজন্য পুরো ঢাকা মহানগরীতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপির ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন বিশেষ ইউনিট কাজ করছে। গতকাল, বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে গণপরিবহণ ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। গত রাতে আবাসিক হোটেল ও মেসেও বড় ধরনের তল্লাশি চালানো হয়েছে।

আজ সকালে রাজধানীর প্রধান সড়কগুলোর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিলো। সকাল ৭টার পর থেকে মিরপুর থেকে কোর্ট পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বাংলামোটরে যৌথ বাহিনীর টহল হয়।
তবে অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যাচ্ছে।

উল্লেখ্য, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং গাড়িগুলোকে শাহবাগের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ