পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ, রাঙামাটি যুবলীগ নেতা গ্রেফতার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কার্যক্রম নিষিদ্ধ রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুবলীগ নেতাকে পলাতক দলীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এনামুল হক আনসারি (৪০) যুবলীগের সহ-সম্পাদক।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি মো. সাহেদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনসারি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনার দায়িত্বে ছিলো এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গোপনীয় কার্যক্রম পরিচালনা করতো।
ওসি সাহেদ উদ্দিন আরও বলেন, আনসারির বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাসহ রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আনসারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।