সাদমান-জয়ের জোড়া ফিফটিতে দারুণ শুরু বাংলাদেশের

সাদমান-জয়ের জোড়া ফিফটিতে দারুণ শুরু বাংলাদেশের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। দিনের শুরুতেই বাকি দুটি উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করার পর ব্যাট হাতে আত্মবিশ্বাসী সূচনা করে স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ব্যাটে দারুণ স্থিতিশীলতা ও নিয়ন্ত্রিত আগ্রাসনের মিশেল এনে দেন দলের ইনিংসে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান, অর্থাৎ দলটি তখনও আয়ারল্যান্ডের চেয়ে ১৭৭ রানে পিছিয়ে।

সকালে খেলার দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১৪ বলের ব্যবধানে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম ইনিংসের নবম উইকেট হিসেবে ম্যাথু হ্যামফ্রেসকে সাজঘরে ফেরান, এরপর হাসান মাহমুদ বোল্ড করে দেন বাডি ম্যাককার্থিকে (৩১)। ফলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে।

এরপর ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করেন তারা। বিশেষ করে সাদমান ছিলেন অধিক আগ্রাসী মেজাজে; মাত্র ৪৯ বলে তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি। অপরদিকে জয় অপেক্ষাকৃত ধীরস্থিরভাবে ৭২ বলে নিজের পঞ্চম টেস্ট ফিফটি পূর্ণ করেন। এই দুই ব্যাটারের দায়িত্বশীল জুটিতে বাংলাদেশ দলীয় শতক স্পর্শ করে ২০.৪ ওভারে।

প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১০০ পেরোনো বাংলাদেশ দলের জন্য এটি এক স্বস্তিদায়ক সূচনা, যা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেওয়ার ইঙ্গিত দেয়। দ্বিতীয় সেশনে এই ওপেনিং জুটি কতদূর এগিয়ে নিতে পারে, সেটিই এখন মূল আগ্রহের কেন্দ্রবিন্দু।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ